1. shishirdatta99@gmail.com : Purbavas : Shishir Datta
৭ম শ্রেণি বিজ্ঞান অনুসন্ধানীঃঅধ্যায়ভিত্তিক পরীক্ষা জীববৈচিত্র - Purbavas.com
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

৭ম শ্রেণি বিজ্ঞান অনুসন্ধানীঃঅধ্যায়ভিত্তিক পরীক্ষা জীববৈচিত্র

  • সর্বশেষ সংশোধিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫ দেখা হয়েছে
১। নিচের প্রশ্নগুলো পড়ে উত্তরগুলি  হতে সঠিক উত্তরটি খাতায় লেখ।                          ১*১০=১০

১। দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে যে পরিবর্তন ঘটে তাকে কি বলে?

ক) জীব বৈচিত্র্য          খ) অভিযোজন              গ) বিবর্তন                          ঘ) প্রজাতি

২। বাস্তুতন্ত্রের আরেক নাম কি?

ক) তাইগা               খ) বায়োম                    গ) বিবর্তন                          ঘ) প্রজাতি

৩। কতটি জীববৈচিত্র এই অবধি আবিষ্কৃত হয়েছে?

ক) ৩৮             খ) ৪২                  গ) ৪৭                           ঘ) ৩৬

৪। হটস্পটগুলোর মোট জায়গা যোগ করলে মোট পৃথিবীর কত ভাগ হবে?

ক) 2.5             খ) ৪.২                 গ) 3.2                         ঘ) 4.00

৫। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অঞ্চলকে?

ক) সুন্দরবন           খ) আমাজন         গ) ব্লাক ফরেস্ট                   ঘ) বিন্ধ্যা

৬। ইন্টারনেশনাল উইনিয়ন ফর কঞ্জারভেশন অব নেচার এর তথ্য মতে বাংলাদেশের কতভাগ প্রাণী বিলুপ্ত ঝুকির মুখে?

ক)অর্ধেক        খ) এক-চতুরাংশ         গ)শতভাগ            ঘ) তিন-চতুরাংশ

৭। কোষের যেই অংশ জীবের সকল বৈশিষ্টট্য বংশপরম্পরায় বয়ে নিয়ে যায় তাকে কি বলা হয় ?

ক) জিন                  খ) আর এন এ                  গ) পানি                           ঘ) চর্বি

৮। মানুষের জিনের সংখ্যা কত?

ক) 25০০০       খ) ৪২০০০               গ) 32০০০                 ঘ) 400০০

৯। উত্তর গোলার্ধের শীতপ্রধান অঞ্চলের বনকে কি বলা হয়?

ক) তাইগা           খ) বায়োম                            গ) ম্যানগ্রোভ                            ঘ) তুন্দ্রা

( লাল চিহ্নিত অপশনগুলো সঠিক উত্তর )

২। নিচের প্রশ্নগুলোর উত্তর এক কথায়  দাও ।                                                                    ১*১০ =১০

(ক) বাংলাদেশের নিকটবর্তী হটস্পটের নাম কি?

উত্তরঃ বাংলাদেশের নিকটবর্তী হটস্পটের নাম ইন্দো-বার্মা । 

(খ) পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলের নাম কি?

উত্তরঃপৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলের নাম আমাজন  । 

(গ) জীব বৈচিত্র্যে হটস্পট বলতে কি বোঝো?

উত্তরঃ উদ্ভিদ,প্রানী ,অণুজীবদের মধ্যে সম্পর্ক ,পারস্পারিক নির্ভরশীলতাসহ অন্যান্য বৈচিত্রতা বোঝাতে জীব বৈচিত্র বোঝায় । আর এই জীব বৈচিত্রা সাধারণত পৃথিবীর অল্প কয়েকটি জায়গায় বিদ্যমান যা সমস্ত পৃথিবীর মাত্র ২.৫ শতাংশ ,একে জীব বৈচিত্র্যে হটস্পট বলে । 

(ঘ) জীব বৈচিত্র্যের ইংরেজি প্রতিশব্দ লিখো ।

উত্তরঃ জীব বৈচিত্র্যের ইংরেজি প্রতিশব্দ হলো Biodiversity

(ঙ) আমাজন বন কোথায় অবস্থিত?

উত্তরঃ   আমাজন বন দক্ষিণ আমেরিকায়  অবস্থিত । 

(চ) বাংলাদেশে প্রাপ্ত মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীর প্রজাতির সংখ্যা কত?

(ছ) বায়োম কত প্রকার ও কি কি?

(জ) কত লক্ষ প্রাজতির জীব আছে?

(ঝ) শ্বেত ভাল্লুক কোথায় পাওয়া যায়?

(ঞ) দুটি জীব বৈচিত্র্যে হটস্পটের নাম লিখো ।

৩ । নিচের প্রশ্নগুলোর উত্তর দাও( যেকোনো ৫ টি)  ।                                                      ৩*৫ =১৫

(ক) অভিযোজন কাকে বলে?

(খ) ইকোসিস্টেম কাকে বলে?

(গ) জীব বৈচিত্র্যে হটস্পট বলতে কি বোঝো?

(ঘ) জীব বৈচিত্র্যে পরিমাপের কয়টি বিষয় আছে? ও কি কি তা লেখো ।

(ঙ) সিন্ধু-গঙ্গা সমতল ভূমি সম্পর্কে যা জানো লেখ ।

(চ) বাংলাদেশে প্রানী বিলুপ্ত ঝুকির  মুখে পড়ার কারণগুলো লেখ ।

(ছ) বাংলাদেশে বিলুপ্ত প্রায় কয়েকটি ( ৬ টি ) প্রাণীর নাম লিখ ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো পোস্টঃ
© All rights reserved © 2024 Purbavas.com
Customized By BlogTheme