1. shishirdatta99@gmail.com : Purbavas : Shishir Datta
ক্যাটায়ন,অ্যানায়ন কাকে বলে? এদের কাজ কি? - Purbavas.com
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

ক্যাটায়ন,অ্যানায়ন কাকে বলে? এদের কাজ কি?

  • সর্বশেষ সংশোধিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬৬ দেখা হয়েছে

ক্যাটায়ন কাকে বলে? 

একটি ইলেকট্রন ত্যাগের কারণে পরমাণুতে ধনাত্মক চার্জের পরিমাণ এক একক বেড়ে যায়। তখন এটি একটি একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়। একে ক্যাটায়ন বলে।ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে।

অ্যানায়ন কাকে বলে?

একটি ইলেকট্রন গ্রহণের কারণে পরমাণুতে ঋণাত্মক চার্জের পরিমাণ এক একক বেড়ে যায়। তখন এটি একটি একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়। একে অ্যানায়ন বলে। ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে।

স্বাভাবিক অবস্থায় পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে। পরমাণুতে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত আর প্রোটন ধনাত্মক চার্জযুক্ত থাকে।

ক্যাটায়ন ও অ্যানায়ন এদের কাজ কি? 

  • ক্যাটায়ন ও অ্যানায়ন কাছাকাছি এসে আয়নিক বন্ধন গঠন করে।
  • ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত হয় আয়নিক বন্ধন।
  • আয়নিক বন্ধন সাধারণত পর্যায় সারণির group  1 ও 2 -এর ধাতু এবং 16  ও 17 -এর অধাতুর মধ্যে ঘটে থাকে।
  • ধাতুসমূহ ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে এবং অধাতুসমূহ ধাতু কর্তৃক দানকৃত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়।
  • দুটি ভিন্নধর্মী পরমাণুর মাধ্যমে গঠিত হয় আয়নিক যৌগ।
  • পর্যায় সারণির 1 থেকে 20  পর্যন্ত পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহই প্রকৃতপক্ষে আয়নিক বন্ধন গঠন করে।
  • আয়নিক বন্ধনে আবদ্ধ মৌলসমূহ বন্ধন গঠনকালে দুই-এর নীতি ও অষ্টক নীতি অনুসরণ করে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো পোস্টঃ
© All rights reserved © 2024 Purbavas.com
Customized By BlogTheme