১। দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে যে পরিবর্তন ঘটে তাকে কি বলে?
ক) জীব বৈচিত্র্য খ) অভিযোজন গ) বিবর্তন ঘ) প্রজাতি
২। বাস্তুতন্ত্রের আরেক নাম কি?
ক) তাইগা খ) বায়োম গ) বিবর্তন ঘ) প্রজাতি
৩। কতটি জীববৈচিত্র এই অবধি আবিষ্কৃত হয়েছে?
ক) ৩৮ খ) ৪২ গ) ৪৭ ঘ) ৩৬
৪। হটস্পটগুলোর মোট জায়গা যোগ করলে মোট পৃথিবীর কত ভাগ হবে?
ক) 2.5 খ) ৪.২ গ) 3.2 ঘ) 4.00
৫। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অঞ্চলকে?
ক) সুন্দরবন খ) আমাজন গ) ব্লাক ফরেস্ট ঘ) বিন্ধ্যা
৬। ইন্টারনেশনাল উইনিয়ন ফর কঞ্জারভেশন অব নেচার এর তথ্য মতে বাংলাদেশের কতভাগ প্রাণী বিলুপ্ত ঝুকির মুখে?
ক)অর্ধেক খ) এক-চতুরাংশ গ)শতভাগ ঘ) তিন-চতুরাংশ
৭। কোষের যেই অংশ জীবের সকল বৈশিষ্টট্য বংশপরম্পরায় বয়ে নিয়ে যায় তাকে কি বলা হয় ?
ক) জিন খ) আর এন এ গ) পানি ঘ) চর্বি
৮। মানুষের জিনের সংখ্যা কত?
ক) 25০০০ খ) ৪২০০০ গ) 32০০০ ঘ) 400০০
৯। উত্তর গোলার্ধের শীতপ্রধান অঞ্চলের বনকে কি বলা হয়?
ক) তাইগা খ) বায়োম গ) ম্যানগ্রোভ ঘ) তুন্দ্রা
( লাল চিহ্নিত অপশনগুলো সঠিক উত্তর )
উত্তরঃ বাংলাদেশের নিকটবর্তী হটস্পটের নাম ইন্দো-বার্মা ।
উত্তরঃপৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলের নাম আমাজন ।
উত্তরঃ উদ্ভিদ,প্রানী ,অণুজীবদের মধ্যে সম্পর্ক ,পারস্পারিক নির্ভরশীলতাসহ অন্যান্য বৈচিত্রতা বোঝাতে জীব বৈচিত্র বোঝায় । আর এই জীব বৈচিত্রা সাধারণত পৃথিবীর অল্প কয়েকটি জায়গায় বিদ্যমান যা সমস্ত পৃথিবীর মাত্র ২.৫ শতাংশ ,একে জীব বৈচিত্র্যে হটস্পট বলে ।
উত্তরঃ জীব বৈচিত্র্যের ইংরেজি প্রতিশব্দ হলো Biodiversity
উত্তরঃ আমাজন বন দক্ষিণ আমেরিকায় অবস্থিত ।
(ক) অভিযোজন কাকে বলে?
(খ) ইকোসিস্টেম কাকে বলে?
(গ) জীব বৈচিত্র্যে হটস্পট বলতে কি বোঝো?
(ঘ) জীব বৈচিত্র্যে পরিমাপের কয়টি বিষয় আছে? ও কি কি তা লেখো ।
(ঙ) সিন্ধু-গঙ্গা সমতল ভূমি সম্পর্কে যা জানো লেখ ।
(চ) বাংলাদেশে প্রানী বিলুপ্ত ঝুকির মুখে পড়ার কারণগুলো লেখ ।
(ছ) বাংলাদেশে বিলুপ্ত প্রায় কয়েকটি ( ৬ টি ) প্রাণীর নাম লিখ ।
Leave a Reply