১৮৮৬ সালে মায়ার সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা করেন।
১৮৯২ সালে রুশ বিজ্ঞানী আইভানভস্কি প্রমাণ করেন তামাক গাছের পাতায় মোজাইক রোগের জীবানু ব্যাকটেরিয় হতে ক্ষুদ্র।
১৯৩৫ সালে স্ট্যানলি তামাকের মোজাইক ভাইরাস পৃথক করেন। ১৯৪৬ সালে এ জন্য তিনি নোবেল পুরষ্কার পান।
ভাইরাস Protein ও Nucleic Acid অপরফ দ্বারা গঠিত’– সর্বপ্রথম বলেন বিজ্ঞানী পিরি ও বিজ্ঞানী বদেন।
ভাইরাসের গঠন এর গঠন:
নিউক্লিক অ্যাসিড ও
ক্যাপসিড তথা প্রোটিন আবরণ দ্বারা
ক্যাপসিডের একক ক্যাপসোমিয়ার।
লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাস লাইপোভাইরাস।
লিপোপ্রোটিন একককে বলা হয় পেপলোমিয়ার।
ক্যাপসিডের বাইরে আবরণ থাকলে তাকে মিক্সোভাইরাস বলে।
ভাইরাসের নিউক্লিক অ্যাসিড অংশকে ভাইরাল জিনোম বলে।
ভাইরাসের নিউক্লিক অ্যাসিড অংশকে ভাইরাল জিনোম বলে।
যারা কোচিং চালান ও প্রাইভেট পড়ান তাদের জন্য অটো বানানো এই ফাইল । যারা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান, কমেন্টে ইমেইল দিবেন,মেইল করে পাঠিয়ে দিব । এখানে এইচ এস সি ‘ভাইরাস,ব্যাকটেরিয়া ও পরজীবী ‘ নিয়ে পুরো অধ্যায় নিয়ে নোট আছে ।
Leave a Reply